ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

১০তলা থেকে ফেলে সাব্বিরকে হত্যা, অভিযুক্ত তার দুই বন্ধু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের  সফিপুর  এলাকায় একটি ১০তলা ভবনের ছাদ থেকে ফেলে সাব্বির নামে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে অন্য বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছে স্বজনরা। এ ঘটনায় দুই সহোদর ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

নিহতের স্বজনরা জানান, গাজীপুরের সফিপুর এলাকায় রাতে রাকিব ও সাকিব সাব্বিরকে নিয়ে তাদের বাসার ছাদে ওঠে আড্ডা দেয়ার জন্য। এ সময় হঠাৎ করে সাব্বিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয় ওই দুই ভাই।

স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে, পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনেরা। সাব্বির গত বছর এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এবার সে পরীক্ষার্থী ছিল বলে তার স্বজনেরা জানিয়েছে । গতকাল বিকেলে সে আন্দার মানিক বাসা থেকে বের হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধার করেছে। অভিযুক্ত রাকিব ও সাকিব ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় সহোদর দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি